সমীকরণ মেলেনি,
অনেক প্রশ্নের উত্তর  আজও অজানা!
চোখের মণি কিংবা চোখের বালি ভূমিকা কেমন ছিল? উত্তর নেই , অখন্ড নীরবতা।
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে  - সে তো পুরনো প্রবাদ ; কলিকালে এসব কে মানে ?!!
বৃত্তের বাইরে আরেক বৃত্ত ,  পরোয়া কিসের আর ! আপন চোখ বুজে ভাবে  এ বসুন্ধরা  অন্ধদের রাজ্য,  সে ছাড়া আর কে দেখে চোখে ?  নিরুদ্বেগ ,  নিশ্চিন্ত, নির্ভার - নাকি এ সবই
নিখুঁত অভিনয় ; বিভ্রান্তির জাল বিছিয়ে আলোরমিছিলের গতিপথ পাল্টানোর নীলনকশা ?? কবির কলমের কালি ফুরিয়ে যায় , উত্তর তবু অজানাই থাকে। রহস্যের পর্দা উন্মোচিত হয়নি যদিওবা  কিঞ্চিৎ আভাস কিন্তু তারপর ও পাওয়া যায় - অনুসন্ধিৎসু মনের ব্যবচ্ছেদের বিষয় হয়ে ; অদূর ভবিষ্যতে  হবে যার যবনিকাপাত ।