গরিব বলে কি নাই তার বাড়ি ?
তাই তাকে যেতে হয় সবার ধারি ।
ঠাই তার নাই বাড়ি
ঘর হারা সব ছাড়ি ।


রাতটা যে কাটে তার অলিগলি
দিনটা তে ঘুরে সে , পেট খালি-খালি ।
দিন শেষে কোথায় যাবে, কোন পথে বাড়ি  
গরিবের ছেলে বলে নাই তার গাড়ি ।


বড়লোকের ছেলেপেলে গাড়ি হাঁকায় চলে
গরিবের ছেলের উপর গাড়ি উঠে ঢলে ।
গরিব বলে কি এই তার দশা
বড়লোকের মার খাওয়া এই তার পেশা ।