ধান ফুলের সু-ঘ্রাণ বাতাসে, আমার ঘরে আসে  
আমার নাক ঘেঁষে, সারা গ্রাম জুড়ে বাসে।
ধান ক্ষেতে মন বার-বার ছুটে আনমনে
ভালোবাসি সবুজ ধান পাতা, ধান ফুল দুলে_
ভুলে যাই করুন ব্যাথা, ধান ফুলের ঘ্রাণে।
ঈদুরের দল বাসা বাঁধে ধান ক্ষেতে গর্ত করে
আমি হারাতে চাই না ধান ফুল, ফসল-
ঈদুরের সাথে যুদ্ধ করি, ধান ক্ষেত বাঁচাতে,
আমি এক বেলা ঘুমাতে চাই ধান ফুলের ঘ্রাণে
নিজেকে হারাতে চাই সবুজ ধান ক্ষেতে।
আবার জেগে উঠতে চাই ধান ফুলের ঘ্রাণে
নিঃশ্বাসের সাথে মিশাতে চাই ধান ফুল।


বাতাসে বেসে আসা সোনালি ধানের ঘ্রাণে
ও ফুলের সু-ঘ্রাণ আমাকে আচমকায় জাগিয়ে দেয়
ঘুম আসা, না আসা সময় আমি মিশে_
থাকতে চাই ধান ফুলের সু-ঘ্রাণ নিয়ে-নিয়ে।