গ্রাম্য রূপে ডুব দিতে চাই; হাজার বছর ধরে!
ঘাস বিছানা জড়িয়ে আছে মাটি ছুঁয়ে-ছুঁয়ে।
মাটির কোলে ঘুমিয়ে থেকে, স্বপ্ন চোখ জুড়ে
ঘুমের ঘরে শালিক এসে, গানের গলা ধূয়ে,  
পায়ে করে হলুদ আলো আমায় দিলো ছুঁয়ে
ঘুম ভেঙ্গে যায়, সূর্য চোখে, হাসে চেয়ে-চেয়ে
গ্রাম্য রূপে ডুব দিতে চায়; আমায় সাথে নিয়ে-
সবুজ পাতা ছুঁয়ে-ছুঁয়ে, সবুজ রঙ গায়ে।
ঘরের কোণে চড়ইর বাসা, আমার হয় না জায়গা!
তোদের সাথে থাকতে চাহি হলুদ কাঁঠাল পাতা।
আমগাছেতে কবুতরে পাখম তুলে নাচে,
গ্রাম্য রূপে ডুব দিতে চায়, থাকতে চাহি কাছে।


সাজনা গাছে বাজনা বাজায়; টুনটুনি পাখি!
সবুজ পাতায় ঘুমিয়ে আছে কত রঙের আঁখি
গ্রাম্য রূপে ডুব দিতে চাই, স্নান করা ভোরে
জীবন আমার রয়ে যেন যায়, গ্রাম্য রূপের ঘরে।