হাতে কড়ি দশ টাকা লাল নোট মোড়া
কষ্টের দিন,পাশে নাই,সুখ কোথায়?
না পারে হাত বারাতে, ডাকে শুধু প্রভু- –
হে প্রভু যাতনা দেও মোরে,না দিয়ক–
পুত্র,স্ত্রী সভানককে' (হাতে দশ টাকা–
অন্ন কিনিবে,নাকি বস্ত্র,দিশা না পায়)
কাজ করিতে না পারে তবুও ঠেলাহি–
হেলে। না পায় আর কোন কাজ,অভাবি।


পুত্র ধন তাহার সবে ছয়ে পা রাখে,
আশায় মনে আঁটে পুত্রকে করাইবো–
বড় কিছু,সে হবে প্রত্যপকারি সত্য,
অন্যায়,জুলুমের প্রতিবাদী হৃদয়।
এ তাহার আশীর্বাদ খোকা,আশীর্বাদ
তোমার জীবনে আসুখ শান্তি–ম,শোভা।


সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।