আমার শির নত করি তোমার সম্মুখে
ক্ষমা করো আমায়, ক্ষমা কর সব দুঃখে।
তোমার চোখে দর্শন করার যোগ্য আমি নই
আমার দেহে পাপ এত, আমার দেহে সই
তোমার স্পর্শের বাহিরে আমার দেহ ভই
শুধু একটু ক্ষমা করো আমায় যত দূরে রই।


যত টুকু দোষ আমার ছিল, সবাই ছিল নির্দোষ
ইচ্ছে মত বকো আমায়, মিটাও মনের জোশ।
একটু কথা বলো তুমি, চুপ করে থেকো না
আমি যে আর পারিনা সইতে, দিওনা আর যাতনা।
আমার দোষে জ্বলিব আমি, জ্বালাও আমার প্রাণ
তুমি কেন জ্বলিবে দুঃখে, অন্ধকারে প্রিয় গান
করো আমায় ক্ষমা, করো প্রিয় মম সুখ দান।


অন্ধকারে দেখি আলো, কালো আমার চোখে
আমি মানুষ আরও কালো, কালো আমার সুখে।


শুঁকনো পাতার ঝনঝন শব্দ কানে আমার বাজে
তোমার মুখের মিষ্টি কথায় ডাকো নতুন করে।
তোমার চরণ লেগেছিল সেই শিশির ভেজা ঘাসে
হলুদ পাখির সাথে খেলা সন্ধ্যা মালতির সাথে।
সন্ধ্যা তারা উঠেছে আজ তোমার আলো পেয়ে
দু’জন মিলে চাঁদ দেখিব দূরের কোন গাঁয়ে।


সবি আমার স্বপ্ন ছিল, স্বপ্নে কাটে ভোর
তোমার কথা মনে পড়ে, তুমি অন্য দূর।  
সুখে থাকো তুমি, বহু সুখে, যত দূরে রবে
সৃষ্টি কর্তারর কাছে আশির্বাদ_
ক্ষমা করো মোরে, ক্ষমা করো, ক্ষমার কর ভবে।