টাকা যার কথা তাঁর ?         /     টাকা দিলে মুখ চুপ
পিছে লোক ভাড়া ধার ।।      /    বড় লোক কাট চুপ।।  


                  টাকা কার সরদার
                 মিছে টাকা সুদধার ।।


দূর দূর পিছে ঘুর
দুঃখী তুই মর দূর ।।


                         টাকা যার ধনপুর
                         কালো টাকা ঘোষখোর ।।  


চাল চোর, গম চোর
টাকা চোর দূর দূর ।।


                     টাকা নাই মানবীর ?
                     মহা কাজ উচ্চশির ।।  


টাকা চুষে মান ধর          /        টাকা নয় মনুঘর
মিছে আশা চাষ কর ।।      /       ধন দিয়ে মনগড় ।।