সব দেশে ঘুরার আমার সাধ্য নাহি হায়
নিজ ভূমিতে চরণ ঢেলে হেঁটেছি বহু পায় ,
বহু লোকের বহু কথা , বহু উপদেশ দেয় ,
মনুষ্য লোকের মনুষ্যত্ব বিলুপ্তি হয়ে যায় ,
মানুষ নামের , মাটির মানুষ একই নাহি হয়,
লোভ , হিংসা , মনুষ্যত্ব , সত্য- মিথ্যা কয় ।