বুঝিস না? নাকি না বুঝার ভান করিস?
যতটা ভালোবাসি, সৃষ্টিকর্তাও জানে আমার আশিস।
সত্য যখন খোলামেলা বলি, মিথ্যে ভাবিস তবে
অতীতের ভুল; না বুঝে, আজ ভুলের হিসেব দিতে হবে।
আমি ও আমার, চোখ ছুটে কোন পথে?
সত্য পথে থমকে দাঁড়ায় গোলাপ গেঁথে-গেঁথে।
ভালোবাসা মিথ্যে নয়কো, মিথ্যে নয়কো আকাশ
তোর মুখে-চোখে চাওয়া, মিথ্যে নয়কো বাতাস।


তুই শুধু তুই আমার, মনের ঘরে করিস বাস
যদি আসে মিথ্যে, মন দিবে সত্যের মাঝে ফাঁস।
মনের সাথে মনের সংযোগ, দু'টি দেহে?
তুই আছিস আমার মনে, সত্যরা বহে।
বসন্ত সত্য, ফুল সত্য, সত্য আমার প্রেম
ভালোবাসি শুধু তোকে, স্বর্গের মত দাম।