এগলি ওগলি, শত শত শক্ত গলি
আমার গলিতে অন্ধকার, চক্ষু বলি
মানুষের গন্ধে রক্ত চুষি, মানুষ কি?  
আমি রক্তের নেশায় মত্ত্ব, সত্যের কি?
শত শত লাশ অলি-গলি, মিথ্যে বলি?
আমি মানুষ সত্য, নেই মনুষত্যের
চক্ষু (আমার রক্ত কালো, আলোতে ভালো)
অন্ধকারে লাল রক্ত খুঁজি,স্ব র্গ আলো।


মিথ্যে আমি বলি, তবে সত্য খুঁজে-বুঝে
এটাই আমার দোষ, সত্য বলি কি যে?
পাগল আমি–তুমি, নাকি সারা দুনিয়া?
কবরে যেতে হবে লাইলাহা বলিয়া।  
রক্তে আমার আদম–হাওয়ার বল
অন্তরে মোহাম্মাদ, বিশ্বাসের সবল।


সনেট কবিতা।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।