একটি কবিতা লিখবো আমি
                তোমায় নিয়ে।


সাজানো–গোছানো,পরিপাটি সংসার
শারীরিক হিমালয়ের শান্ত তোমার দেহ ঘর।
ঝর্নার মত চলন্ত তোমার বেসামাল দৃষ্টি,
                              তুমি তো ঝর্না
পাহাড়ি কন্যা,দূর আকাশের পান্না।


তুমি অরণ্য,সবুজ শ্যামলার সঙ্গ
তুমি ফুল,জেসমিন ফুল।
তুমি গোধূলি মাখা বিকেলের শান্ত ছায়া
মন ভুলানো চাহনি,চক্ষু মায়া।


তুমি চাঁদ,তারারা তোমার সঙ্গি
দূরের আকাশে আমি একেলা পাখি
চাঁদ দেখিব বলে উড়ে বেড়াই ঢঙ্গি।
মেঘ জমা আকাশে,বেখেয়ালি মনে
কখন যে বৃষ্টি নামলো চাঁদের এপারে
তবুও ভাবিবো,চাঁদ দেখিব,আসুক ঝড় শ্রাবণে।