বজ্র কণ্ঠে আওয়াজ তোলো
তোমারা সবেতে,
গণতন্ত্র মরে গেছে
দেখো কবেতে ।
আওয়াজ তোলো দমনেতে
এক চাটিয়া শাসন,
জালিম হয়ে সিটে বসে
জনগনের শোষণ ।
আছে যারা এম্পি মন্ত্রি
সচিব আর মহাসচিব,
ক্ষমতার কর্ম ক্ষণে
তারা নয় দিলে সজিব ।
শয়তানদের মাথায় রেখে
মুমিনদের দেয় তাড়িয়ে,
শয়তানের ধোঁকায় পড়ে
শুদ্ধ মন যায় হারিয়ে ।
জনগন আর দেশের স্বার্থে
ভন্ড প্রেমী কুচক্রীদের,
ক্ষমতার ঐ আসন হতে
লাথি মেরে হটাও ওদের ।
জনগনের পাশে থেকে
গণতন্ত্রের ভিত্তি হতে,
দাবি-দাওয়ার নিয়মেতে
আওয়াজ হবে সত্য মতে ।
আসবে দেখো সু-দিন
মানুষেতে বলে যাই,
মানব প্রেমে দিল ডুবিয়ে
আওয়াজ তোলো ভাই ।