মানব বেশে অধম আমি
এই ভবের বাজার,
ধনী লোকে গর্ভ করে
আরও বংশধর রাজার ।
গর্ভ, বংশ বিদ্বানে নয়
শ্রদ্ধা ভক্তি সিজদাতে হয়,
যদি মন্দ কাজে অহংকার রয়
তাতে শুদ্ধ গর্ভের হয় অবক্ষয় ।
গর্ভ তুমি কর তোমার
পুণ্য সকল কাজে,
যাহা তোমার নিদানেতে
প্রেম মুরাল হয়ে বাজে ।
গর্ভ তুমি এসো আমার
মনেরি দুয়ার,
মানব প্রেমে হয়ে তুমি
প্রেমিক দুর্বার ।
এই ভাবেতে পাশে থেকো সদাই
হয়ে আমার অহংকার ।