সুখ সুখ করি সদাই
সবার সকল কাজে,
সুখের আশায় আছে মানুষ
সকাল দুপুর সাঁঝে ।
রাতের ঘুমেও সুখ খুঁজে লোক
স্বপ্ন যোগে যেয়ে,
অবনীর ক্রিয়া দেয় হানা
বিনি সুতার মালা বেয়ে ।
সুখের খোঁজে ছুটছে মানুষ
দিল্লী তেপান্তর,
এই মেদিনী ছেড়ে এখন
ভিন্ন গ্রহের পর ।
সুখ খুঁজিতে যাচ্ছ কোথায়
সুখ যে তোমার কাছে,
চিনিতে না পার তারে
যার অন্ত চক্ষু পিছে ।
এই অধমে ভেবে বলে
দেখো ঐ সুখ মুরালি বাজে,
তোমার আমার নিত্য দ্বয়ের
শুদ্ধ ক্রিয়ার মাঝে ।