সিমরা আমার চোখের মনি
দেহের শ্বাসপ্রশ্বাস,
এক নজর দেখিলেই জুরায়
মনের যত আঁশ ।
সিমরা মা তোর চোখের পানি
বেদনারি ঝড়,
মনের ভিতর কাঁপিয়ে তোলে
রাত দিন ভর ।
তোর সুখের জন্য আমি
ছাড়বো ঘর বাড়ি,
থাকবো আমি ছিন্নমূলে
দিয়ে জীবন নায়ে পাড়ি ।
ছোট্ট সোনা সিমরা যখন
কোলেতে দেয় দোল,
হাসিতে তার দুই গালেতে
পড়ে যায় যে টোল ।
কোলের মাঝে নাড়াচাড়া
করে হাত পা,
খুশির জোয়ারে মন ভরে দেয়
আমার সিমরা ।