লোকের কথায় কি আসে যায়
মনকে যদি না শয়তানে পায়,
মনের ঘরে ঐ অন্তপুরে
শয়তান সদা রাখ দূরে ।
কুচক্রী লোকের কথায়
শয়তান আসে ছদ্মবেসে,
যুক্তিবাদির স্বরূপেতে
হিংসা, বিদ্বেষ মনে আসে ।
বলে যাই এই অধমে
যেনে রাখ তোমরা সবে,
প্রেম আসে আদম হতে
আর যুক্তি আসে শয়তান হতে ।
যুক্তিতে তাই মন মেলে না
প্রেম, ভালোবাসায় সবই হয়,
সত্যবাদির মুখেতে জয়
মন্দ লোকের কথাতে নয় ।