রামা তুমি প্রেমের গাড়ি
রঙ্গ শালায় ভবের বাড়ি,
রুপ সাগরে তোমায় নারী
দেখতে লাগে বেজায় ভারি ।
তোমার রূপের সুধা নিতে
কাম রূপের তটিনিতে,
নরেরা সব আসে যে তাই...
তুমি যে নারী !!!
নারী তুমি এই ধরাতে
নানান রঙ্গে সাজো,
নৃত্য তালে ঘুঙ্গুর পায়ে
সদাই তুমি বাজো ।
তোমার সকল কর্ম ক্ষণে
খেয়াল রেখো নিজ মনে,
হিংস্র ঐ নর পশু হতে...
তুমি যে নারী !!!
নারী তুমি বহু রুপি
মা-বোন আর চাচি-ফুপি,
সব খানেতেই পর্দা করো
এ তো মঙ্গলের বিধান...
তুমি যে নারী !!!
ঐ বিধানে শান্তি আছে
না মানিতে সত্ত্বা বাচে ?
ইবলিশেরা পিছে পিছে
সব খানে দেয় সম ভাগ,
নিজ সম্ভ্রম রক্ষাতে তাই
নিজেরে রেখো সজাগ...
তুমি যে নারী !!!