তুমি আমার ভোরের সকাল
স্নিগ্ধ নিরব হাওয়া,
তুমি আমার ভর দুপুরে
বটের ছায়া পাওয়া ।
তুমি আমার সূর্যলোকে
দিব্য জ্ঞানের আলো,
ধরণী নয় পর জনমেও
বাসিতে চাই ভাল ।
তুমি আমার বিকেল বেলা
কাশবনের ঐ ফুল,
ঝিলের মাঝে শাপলা তোলা
ছোট্ট মেয়ের দুল ।
তুমি আমার সন্ধ্যা বেলা
সাঝ ঘরের ঐ বাতি,
আলোর মতো থাকবো সদাই
হয়ে তোমার সাথী ।
তুমি আমার জোছনা রাতে
মিটি মিটি চাঁদ,
পাশে থেকে মিটল
আমার ভালবাসার স্বাদ ।