দেখেছি তোমার গোধূলি লগ্নে
শুখ রাশি ভরা শরিসা ফুল সাথে,
তোমার হাসি যেন আকাশ ছোঁয়া
স্বপ্নগুলো ধরা দিয়েছে তাতে ।
দেখেছি তোমায় অভিমানি মনে
মনে আছে কি তোমার ?
সেই যে বন্যার বিয়ের রাতে ।
মান তো নয় যেন হুঙ্কারিয়া শুর
তোমার শুরের সাথে শুর মিলাই,
নিরবে ভেবে ভেবে গোমরাহা হই
রেখে আমার কূল মান হাতে ।
দেখেছি তোমায় আমি সেই যে
কিছু দিন না দেখার পরে,
চোখে মুখে উঠেছে ফুটে
চির চেনা সেই হাসির জোয়ার,
তোমার মন বাগানে ফুটেছে ফুল
ঘিরে তোমার মনের দুয়ার ।
দেখেছি তোমায় আমি বহুবার
অনিয়মে বাসায় ফিরার পর,
হাজারও প্রশ্ন মনের মাঝে
সাথে কাল বৈশাখী ঝড় ।
প্রশ্ন করনি, জানতেও চাওনি
অনিয়মের কি কারন,
তোমার অধিকার খর্ব করিনি
করিনি অকারনে কিছু
রেখে তোমাকেই স্মরণ ।
বুঝিতে আমি চলেছি যেন
তোমার মনের যেই আশা,
চলতে ফিরতে সব ক্ষণেতে
সাথে তোমার মনের ভাষা ।
তোমার মনের ভাব বুঝিয়া
আমি চলছি তোমার সঙ্গি,
এই ভাবেতেই রেখ আমায় মনে
দিয়ে তোমার এই দৃষ্টিভঙ্গি ।