ঈশান কোণে আলোকচ্ছটা
ঝড়ছে নাকি আগুন,
যাবি খোকা? দেখবি রে তুই?
লাল পলাশের ফাগুন?
যাবি কি তুই সঙ্গে আমার-
ঐ পাহাড়ের দেশে?
ঝর্ণা যেথায় পা দুলিয়ে
চলছে হেসে হেসে।
উঠবি না কি বাঁশের ভেলায়-
নীল সাগরের জলে?
খুঁজবো মোরা রহস্যদ্বীপ
দিগন্তেরই কোলে।
গহীন বনে পথ হারালে
গড়বো পাতার ঘর,
ঝুম বৃষ্টি আর বাতাসে
শব্দ যে মর্ মর্।
ক্যারাভ্যানে উঠবি কি তুই?
জিপসি হবি সাথে?
মোদের মতন উড়নচণ্ডী
থাকবে না তল্লাটে।
আট হরিণের স্লেজ গাড়িতে
শীতের দেশে যাবি?
তুষার-জমা বরফ দিয়ে
ইগলু বানাবি?
ঋদ্ধতা পাক স্বপ্ন বাবার
জ্বলুক আলোক শিখা,
মুষ্টি দিয়ে জড়িয়ে ধরিস
আমার অনামিকা।


দুপুর ১২ টা ২৩
জানুয়ারি, ০৯, ২০১৯
সিলেট।


উৎসর্গঃ সাবাহাত আলম ঋদ্ধ'কে; আমাদের প্রথম সন্তান।