বেপর্দা


পর্দা যদি হয় শুধু -ই নারীর শরীরটার জন্য,
তবে পুরুষ জাতির পর্দা কী হবে ভিন্ন?
সমাজ,ব্যক্তি বলেই বলে, পর্দাবিহীন সব বেপর্দায়চলে।
নারীমাথায় হিজাব পড়ে,পুরুষ পড়ে টুপি!
এমন পর্দা ছড়িয়ে গেলো  বেপর্দার হলো ছুটি!
পর্দার আড়ালে নষ্টমনের প্রতিবিম্ব  দোলে,
নিজের পাপকে ঢেকে রেখে অন্যের কথা বলে।


সত্য যে আজ অসত্যকে নাহি ছুঁইতে পারে,
লজ্জাকে আজ লুকাইতে হয় লজ্জাহীনের নীড়ে।
হায় হায়!এমনই আজি!নিজেই যে এক মহাপাপী!
দেখ দেখি! নিজ পাপের বাটখারায় অন্যের পাপ মাপি।
এমন খেলায় মেতেছে সব মিথ্যাবাদী সত্যের বাপ!
হে মানব! গাও তোমরা   মানবতার গীত,                      গড়ে   তোলোঐক্য, ভেঙ্গে ফেলো মিথ্যার ভীত।