""ছোঁয়া""
স্বপ্নের রাজ্যে তুমিস্বপ্নময়ী অপ্সরী,
কে গো তুমি এমন আপনহৃদয় নায়রী?
কত দিনক্ষন তোমায় খুঁজেছি আপন মনে,
একপলক হারিয়ে যাইনি  তোমা বিহনে।
আজও তোমার ছোঁয়ার অস্তিত্ব খুজেপাই,
ভালাবাসার তপ্তকণ্ঠে দুটো আখির ঈশারায়।
বাসন্তীরংএ এধরা রাঙ্গিয়েছে চারদিক ছন্দময়,
তুমি এসো, প্রিয় দিও সুখ মম  মনোময়।
যেমনই আছ প্রিয় তেমনই এসো মম হৃদয়ে,
আর করোনা সাজ,তোমাতে ছাড়া নিস্ব যে আজ!
প্রদীপ বাতি জ্বালিযে তুমি ধন্য করো হিয়া,
তোমার সিঁথির সিদুরই আমার ভালবাসা প্রিয়া।
মহামিলনের সুখনেব তোমার ছোঁয়ার পরশনে,
তুমি এসো প্রিয়, আমার কাব্যকুন্ঞ্জবনে।