৮ ফাল্গুন
সোহেলী পারভীন
ফাগুনের আগুন ঝরা৫২'র ভাষার  দিপ্তচেতনায়
মায়ের আবেগঘন বর্ণমালার কন্ঠছিল অসহায়।
অন্ধকারে অমানিশায় বর্ণমালা আমার,
তোমার জানালা  বন্ধ করে,
  রুদ্ধ করেছিলো যারা!
ওরাই মাগো ভাষাসন্ত্রাস চিরশত্রু  তারা।
আমার মায়ের ভাষা কেড়েছে,
চেয়েছে আমায় কিনতে!
চেতনায় মোরা খাঁটি বাঙ্গালি,
পেরেছে ওরা চিনতে,
বরকত রফিক জব্বার শফিক
মাগো,
হার না মানা  তোমার সন্তানেরা,
রক্তের দামে  ভাষার মানে প্রতিশোধ নিয়েছে।
১৪৪ভেঙ্গে মিছিল করে রক্তের বন্যায়,
মুক্তকরে বর্ণমালা তাড়িয়েছিলো অন্যায়।
চেতনায় বর্ণ স্বাধীনতারস্বপ্ন জন্মভূমি আমার পাঠশালা,
দিয়েছো প্রেম সারাবিশ্বের বিস্ময় তুমি প্রিয় বর্ণমালা।