নিঃশব্দ নির্যাতন"
জন্মের পর ভালবাসা পাইনি,বুঝতে পারিনি শৈশবে,
বয়োঃসন্ধি না পেরুতেই শামীল হলেম বিভিন্ন মনোভবে
কেউ বলে এমন করোনা, চলোনা এমন  পথে,
আপন করে নেয়নি কেউ ডাকেনি কারো সাথে।
সাজ করোনা   গান করো না কথা বলোনা বেশী,
আমরা যারা আছি তুমি মানবে তাদের বেশী।
সময় পেরিয়ে  যায় হারিয়ে দুঃখময়  সব ক্ষন,
সহসা মুখে নাহি আসে হাসি যায় ভেঙ্গে যায় মন।
এমনি করে সব হারিয়ে হৃদয়ের গভীর অনুভব,
মৃত্যুসম সত্যযা হয়না বলা,  বেচে থাকাই অসম্ভব!


প্রতিনিয়ত চলে নিঃশব্দ মনের করুন আর্তনাদ,
কেউ জানেনা জানতে চায়নি মম হৃদয়আত্মকথা!
কারে শুধাই বলো বন্ধু, জানাই সহসা,
শোন এধরার সকল মানব মনেরগহন বেদনা।
জানি তো! সুখ নামেরই শৌখিন কথা আমার জন্য নয়!
এজগতের সব বেলাতে  কেবলই  আমার পরাজয়।