ছন্নছাড়া
         সোহেলী পারভীন
একটা প্রশ্ন করি তোমায়
কেমন তুমি?
হাসতে দেখি, চলছো বেশ তো!
কখনও কাঁদো না বুঝি!
শৈশব কৈশর যৌবন পেলে
বাকিটা বৃদ্ধ কাল,,!
কতজনা তোমায় রাখলো মনে!
কেবলই ভেবেই সময় করেছো পার!
সবটুকু যখন অভিনয়,
ভালোবাসা করে কয়?
তোমায় আবারও বলি,
কৃৃত্রিমতা দেখে দেখে আর কতদূর?
আসো একটা কল্পনার গল্পলিখি
শত শত মিথ্যের ভীরে সত্য যেন আলেয়া না হয়,
তোমার সবটুকু বিশ্বাস গল্পের শিরোনাম হোক।
তুমি কে?
ছন্নছাড়া জীবনের গীতিকাব্য?
কষ্টদিতে চাওনা বুঝি!
আমি নিঃসঙ্গ কোন নিঃশব্দ তুৃমি চাইনা!
ছন্নছাড়া বলে ভেবোনা -
ভালবাসতে জানিনা,
কাঁদতে জানিনা,
তবে  কাঁদতেও জানি।
তুমি জানো
ভালোবাসার একটা তুমিও  চাইতে জানি।