সুদূর থেকে যে সুর ভেসে আসে;
অলংকারে পূর্ণ অনুপ্রাসে।
তুলে রাখি অশনি সংশয়ে,
বুকের বাতাস ব্যবচ্ছেদের ভয়ে।
রোদে পোড়া ভোরের শিশির কণা
এবং আমার অঙ্কিত আলপনা,
অসঙ্গমের চিরস্থায়ী ক্ষত
পাঁজর হাড়ে এখনো অক্ষত।
অনোনুবাদ যুগল ঠোঁটের কথা,
নীরব থাকার আদিম প্রবণতা।
অগ্নিগিরির বিনয় বদ অভ্যাসে,
দ্রোহের আগুন চোখের জলে ভাসে।
২৭/০১/২০২৪