পূর্ব অভিজ্ঞতা নেই, তবু অধিকারের আঙুল
দ্রোহের মন্ত্র শেখার তীব্র অভিপ্রায়ে নাছোড়বান্দা।
আমোঘ সত্যের পাণ্ডুলিপি, যাপিত নিঃশ্বাসে ভুল
প্রত্যয় নিয়ে, এখনো শয্যাগত ঈশ্বরের আন্ধা-
চোখের অচল কর্নিয়ায় খুঁজে বেড়াই প্রগতি।
যদিও জানি নিষ্ফল-  এই সব আলোর সঙ্গীত;
তবুও মৃত্যুর মতো মেনে নেই অগণিত ক্ষতি।
হন্তারক কুমিরের সাথে হয় জলের পিরিত।
অলম্বুশ সময়ের দাঁতে ঝুলন্ত আয়ুর বিবাদ,
রক্ষিতার স্তনের জাহাজ ভাসে-  বেওয়ারিশ জলে।
শূন্যতা কামড়ে ধরে-  সুবোধ নিলয়ের অবসাদ।
অধিকারের পোস্টার ছিঁড়ে খায় শকুনের দলে।
যে ঘুম ভাঙেনি- পাঁচ কোটি শতাব্দীর অবসানে,
কী করে জাগাবে তাকে, কোন মন্ত্রে, পরমাণু গানে?
১৫/০২/২০২৫