অবশেষে দেখা হল মরণের সাথে
পৃথিবীতে প্রতীক্ষার হলো অবসান।
তবুও এখানে কোন অমাবস্যা রাতে
নিদ্রাহীন বিহগীরা হবে অপমান।


পায়ের পাপোশ হবে মাথার হিজাব,
রাসভেরা রাজা হবে পুরনো বিধান।
দেবতারা দাস হবে; আদি অভিশাপ,
জাতীয়তা পেয়ে যাবে আঁধারের গান।


যাযাবর সময় ও ভুলের ভূগোল,
বুঝি নাই বলে গুনি-  ছুটির প্রহর।
নিপীড়িত চেতনার ক্রোধের মুকুল
পুড়ে পুড়ে ছাই, তবু নেই অবসর।


সমাধির কাজ শেষ; মৃত প্রতিতির,
তিতাসেই রেখে গেছি চোখের শিশির।
০৮/১২/২০২৩