জীবন আমায় আজও ছাড়ে নাই
তাজ্জব লাগে দেখে!
ছেনাল কলম মৃত সময়ের
অমর কবিতা লেখে!
বেশরম চোখে অর্জিত গ্লানি
ঝুলে থাকে দিনরাত!
আমার গালেই থাপ্পর মারে
আমার জমজ হাত!
নাগরিক সুখ কঠিন অসুখ
হোমিওপ্যাথিক জল,
পীড়িত সময় গোগ্রাসে গিলে
জাক্কুম প্রিয় ফল।
সন্ধ্যা এবং রাতের মিছিলে
ভয়ে জড়োসড় ভোর,
আমার আগামী প্রতিদিন খুঁড়ে
প্রিয় বুকে স্বীয় গোর।
২৯/১১/২০২২