লুতের শহরে দর্শক আবাবিল,
পশ্চাদদেশ পরহেজগারে ভরা।
খোদার আরশ লজ্জায় গাঢ় নীল,
জয়যাত্রায় উৎসুক অন্ধেরা।


মেঘের কাব্য রূপ কথাদের ঠোঁটে,
আফ্রোদিতির অভিপ্রায়ে ভুত।
মরুর ভূষণ স্বর্গীয় আখরোটে,
ছায়ার সঙ্গী কালের জনস্রোত।


জলের শিয়রে ঝিনুকের শবদেহ,
অপেক্ষমাণ ব্যবচ্ছেদের ছুরি।
সময় শেখালো রাসভের পদলেহ,
দ্রোহের অধর সঙ্গে নিয়ে ঘুরি।


জলের প্রণয় কুমিরের সখ্যতা,
দানবের ভয়ে ভাঙতে পারিনা প্রথা।
০২/০২/২০২৪