আমার লাগি মরতে পারিস্
পৃথিবীটা ছাড়তে পারিস্
খুবতো বলেছিলি !


আজকে আমার বৈরী হলি
প্রণয়টাকে পায়ে দলি
ক্যামনে চলে গেলি ?


তখন যে তুই হাসতি ভালো
চাইতি ভালো বাসতি ভালো
চলতি আমার মতো ।


তোর আকাশে এ কী হলো
মেঘে ভারি টলোমলো
কাঁদিস্ অবিরত ।


এভাবে অশ্রুর বেশে
বৃষ্টির মেয়ে হলি শেষে
অনন্ত অন্তর নাশি।


আমার এই বুক ছিঁড়ে
তুই কেনো ধীরে ধীরে
বলেছিলি 'রে ভালোবাসি !