তোমাকে দেখলেই কেবল অন্যরকম হয়ে যাই,
নয়তো কতো শান্ত সুবোধ আমি !
কেবল তোমাকে দেখলেই
হৃদপিন্ড আগুন ছড়িয়ে দেয় যত্রতত্র ,
ক্যামন অসংযত হয়ে যাই মুহূর্তের মধ্যে !
তোমাকে দেখলেই শুধু
জেগে উঠে সমস্ত অবয়ব ,
রুখতে পারিনা কিছুতেই নিজেকে !
কেবল তোমাকে দেখলেই
দু'চোখের মাঝে তোমার'ই প্রতিচ্ছবি,
উত্তাল সমুদ্রের মতো ভেসে উঠে বারবার !
তোমাকে দেখলেই কেবল
নিমিষের মধ্যেই হারিয়ে ফেলি হিতাহিত ,
আর আমার অভ্যন্তরে ক্যামন বসবাস করো তুমি !
কেবল তোমাকেই দেখলেই
নায়াগ্রার মতো চোখ ,
ভোরের শিশিরের মতো একখানা মুখ,
কোমল হৃদয়ে ক্যামন তোলপার করে !
তোমাকে দেখলেই কেবল
৩য়,৪র্থ,পঞ্চম মহাযুদ্ধ শুরু হয়ে যায় ,
আমার আপাদমস্তক জুড়ে !
কেবল তোমাকে দেখলেই
অন্য রকম হয়ে যাই,
নয়তো কতো শান্ত সুবোধ আমি !