আর কোন ঠিকানা নেই তাই
উদ্বাস্তু হৃদয় বন্দি মাংসের খাঁচায়।
যে থাকার সে চলে গেছে সময়ের ট্রেনে
নিজের ছায়ার কাছে পরাজয় মেনে।
সরল উপশিরায় লোহিত রক্তের প্রলয়,
অনিচ্ছাই বেঁচে আছি, বেঁচে থাকতে হয়।
সংসারে উতপেতে ব্যাপক অসংসার,
সম্পর্কের ভেতর অসম্পর্কের বিমূর্ত প্রেক্ষাগার।
১০/০৫/২০২৩