শ্রাবণ রাতে চাঁদের জোসনা লাগিয়ে গায়
হাঁটতে থাকি ধীর ধীর পায়,
বুনতে থাকি এক অচেনা স্বপন-
ঘুমের ঘোরে যা এসেছিল চোখের পাতায়।


নিঝুম রাতে মনের কানে শুনি তার শব্দ
নূপুর পায়ে আসছে হেঁটে-
        প্রকৃতি করে স্তব্ধ।
মনকে বোঝাই ভেবোনা তা
হয়ত এটা প্রেম নয় শুধুই মমতা।


মনযে আমার আঁকতে থাকে
        চিত্র তাহার গায়-
ঘুমের ঘোরে যা আসে চোখের পাতায়।।