যেদিন থেকেই দেখিলাম প্রথম,
এই দুনিয়ার আলো-
সেদিন থেকেই শিখলাম মাগো,
বাসতে তোমায় ভালো।


দশমাস দশ দিন উদরগর্ভে,
রাখিয়াছ কতই যতনে-
হঠাত্‍ একদিন চিত্‍কার শুনায়ে,
জুরাইলে হৃদয় তটনে।


সমস্ত ব্যাথা বিসর্জন দিয়ে,
স্বার্থক নয়নে যখন-
বাঁধলে মায়ার বাঁধন,
সত্যি বলছি মাগো সেদিন,
ধন্য হইল প্রাণ আমার-
ধন্য হইল জীবন।


সারা জীবন দিয়গো ঠাঁই,
তব চরণ সনে-
মরেও যেন পাইগো স্থান,
পদ সর্গপনে।
মাগো, পদ সর্গপনে।।