গ্রীষ্মের প্রচন্ড দাবদহে যখন
চৌচির বিশ্ব ফাটি-
হতাশ হৃদয়ে বাহু দুটো উপড়ে ধরে
প্রাণী সমুদ্রে পড়ে অঝোর কান্নাকাটি।
মেঘ নেই; মেঘ নেই; মেঘ নেই আকাশে
জন সমুদ্রে তৃষ্ণার হাহাকার-
গ্রীষ্মের দুপুরে ঠাঁই নেই পুকুরে,
মৃদুনালাও বন্ধ উঠেনা পানি আর।
বায়ু নেই; বায়ু নেই; বায়ু নেই গাছে
দন্ড হয় দন্ডিতার সাজে বৃক্ষ প্রতিকূল-
স্রষ্টার কৃপায় বেঁচে আছে প্রাণী
নির্ঝর বারির অপেক্ষায় গ্রীষ্মের দুপুর।
_______________________
_______________________
রচনাকালঃ ২০১৩।
গ্রন্থঃ শ্যামল বাংলা
_______________________
কবিতাটি লিখেছিলাম গ্রীষ্মের গরমকে কেন্দ্র করে। কিন্তু এই কয়েকদিনের গরমে কেন যেন মনে হলো এই কবিতাটার কথা। তাই এই অসময়ে পোস্ট করলাম।
_______________________