আমি সেতো আমি নই
          কোন এক ছায়া
যে কিনা সুখে পৃথিবীর বুকে
          রেখে যায় মায়া।
কোন এক বাঁধনে যখন বাঁধি পিঞ্জরের দুরন্ত পাখি
চলতি পথে থমকে দাঁড়াই, নুয়ে পড়ে দেহ, নিবে যায় আঁখি।
আলো তখন পিছু হটে চলে যায় সরে,
ছায়া আমি মিশে যাই, মায়ার অতৃপ্ত ঘোরে।
ক'দিনের জন্য কেওবা রাখে, স্মৃতির অন্তঃপুরে-
ব্যস্ততার মাঝে চাপা পড়ে যাই, প্রকৃতির অগোচরে।।