জানিনা, কীভাবে হল
একটি বছর গত,
কান্না-হাসির ভেলায়
ভেসেছি মোরা কত।
কত অজানার দেশ
দিয়েছি পাড়ি,
কেউ হয়ত গিয়েছে
চলে, এই বিশ্ব ছাড়ি।
কেউবা বেঁধেছে ঘর-
প্রাণের মানুষ সাঙ্গ
করে, কেউ হয়েছে পর।
কেউবা কেঁদেছে
অনাকাঙ্খিত বেদনায়-
কাঙ্খিত সুখ বুঝে
পেয়ে, কেউ হেসেছে
সাধনায়।
কেউ-কেউ আবার
হাসপাতালে, মরছে
ধুঁকে ধুঁকে-
কেউ হয়তোবা সুস্থ
হয়ে, ফিরছে বাড়ির
মুখে।
কেউ-বা-হয়তো পড়েছে
লুটে, সাফল্যের হাসি
হেসে-
কারো আবার থামেনি
কান্না, অশ্রুতে
গিয়েছে ভেসে।
বছর হল শেষ-
তারই সাথে ভুলিব
মোরা, অতীতের যত
ক্লেশ।
নতুন করে গাঁথিব মালা,
আশীর্বাদের ফুলে-
স্বপন দেখিব সামনে
এগোবার, অতীত যাব
ভুলে।
শপথ দুয়ারে দাঁড়িয়ে
মোরা, নতুনকে করে
স্পর্শ-
এক স্বরে বলি চল,
"শুভ নববর্ষ"।।
==============
গ্রন্থঃ প্রেমাক্ত
প্রকৃতি।
রচনাকালঃ ৩১শে
ডিসেম্বর, ২০১৪ ইং।