একটি ছায়া খুঁজে বেড়াই
স্বস্নিগ্ধ চিত্তে সবার মাঝে
প্রভাতফেরীর দৃপ্ত কোলাহল
মৃদু আঁধারে কানে বাজে।


সচকিত হয়ে হারিয়ে গেছে
সহসা কিসের টানে
চিত্র তারই স্বচিত্র চোখে
ছায়াহীন পথের পানে।


কিছু স্মৃতি ধূলি হয়ে তায়
লেপটে থাকে মন-আঁধারের গায়
যা কিনা পরে বেদনার স্বরে
বেজে ওঠে করুণ-বিরহতায়।


কিছু আবেগ অশ্রু হয়ে চোখে
ঝাপসা দৃষ্টি, আটকে রাখে পথে
চিত্রটি হায় কোথার গিয়েছে চলে
ভুলিতে পারিনা তারে কোন মতে।।


উত্‍সর্গঃ আরিফ স্যার।।