আমি চলে এসেছি বলে ভেবো না, আমি আর নেই
আমি রয়েছি মর্ত্যলোকের নেত্রাপাতে তোমাদের মাঝেই।
তোমরা যেমন ছিলে তেমন আছো, তেমনি থাকবে
কাজের ফাকে হৃদয় জুড়ে স্মৃতির ছবি আঁকবে।
আমি শূণ্য হতে তোমাদের সাথে বসবো পাশাপাশি
সবাই মিলে ঘুড়বো, চড়বো, করবো হাসাহাসি।
আমি যেমন আছি তেমনি আছো, থাকবে হৃদয়জুড়ে
যেথায় যাও যখনই যাও ডাকবো অচিন সুরে।
ঠেলিয়া দিয়াও পারবেনা তোমরা করতে মোরে দূর
আমি আসবো আসবো- নিত্যই ভাসবো, তোমাদের অন্ত:পুর।
তোমাদের কথা শুনিয়া লবো বাতাসে ভাসায়ে কান
তোমাদের দৃষ্টি করবে শীতল তৃষ্ণার্ত এই প্রাণ।
আমি চাহিয়া রবো আকাশ মাঝে ভাসিয়ে মেঘের ছায়
দেখিয়া লবো তোমাদের চিত্র খনিক নিরালায়।
আঁধার যখন করিবে গ্রাস তোমাদের কুঁড়েঘর
জোনাকি হয়ে আসবো উড়ে থাকবো অগোচর।
ওহে প্রিয়----
স্মৃতির জানালা খুলে দিও, মনে মনে সর্বক্ষনে
তোমরা মিশে আছো, আমারেও রাখিও মনে।।