শ্রাবণের এক পসলা বৃষ্টিতে মন লিপ্সা মিটাবো,তুমি এসো মেঘ হয়ে          
ভারসাম্য হীন এ শুষ্ক পাটাতনে অন্তত একবার প্রবোধ জলে ভিজে  
সত্য হোক কিছু ভালোবাসারগল্প,তারপর না হয় ইতিহাস হয়ে যাবো !  
শুধু একবার এসো,শীতল করি শত জনমের আকুতি পোড়া মাটির হৃদয়      
কামনার দেয়ালে পিঠ ঠেকিয়ে আমি একবার বলতে চাই,ভালোবাসি  
আমার মায়া প্রজ্ঞার ঐকান্তিক ঘন বৃন্তে ফুটুক কিছু শাপলা,নয়ন দীঘিতে  
তোমার আসার মেঘ দূরাগত ধ্বনি শুনবো বলে পথ সেজে বসে আছি,
ক্ষোদিত বাসনার জল-ফড়িং উদ্বায়ী বাতাসে দেয় শিস উদ্বাহু আবেগে  
এমন বর্ষার চাদরে,পৃথিবী ভুলে আমি ছুঁয়ে নেবো পাওয়ার আকাশ  
হিরণ্য নক্ষত্রের পথ ধরে আমরা দুজনে ডুবে যাই অমরত্বের আলোয়  
ওগো !দুষ্প্রাপ্য হোক,তবু আমার তুমি এসো একবার, এ শ্রাবণের পথ ধরে ।