কতদিন দেখিনা চন্দ্রিকার আলোয় সেই তরুণিমা আমার তিলোত্তমাকে  
রূপ দিঘির সিঞ্চন জলে কত দিন দেখিনা তার সর্গ-বারাঙ্গনা সন্তোষ মুখ খানি
অদেখার দীর্ঘ যামিনী আর কত পথ দেবো যাপন, বলো হে বিধাতা !    
সুখ বৈপরীত্য আঁধারে এভাবেই নিজেকে লুকীয়ে দিনমান বেঁধে রাখি !  
কতদিন বুঝিনা আমি প্রগাঢ় প্রেমের অতল নিমজ্জন রক্তের রন্ধে রন্ধে -  
খুজিনা নিজেকে স্বপ্নের মিছিলে সেই আমার অপরাজিতার চোখে,    
সে হীনা,শুধুই শূন্যতার বৃত্তে,বুকে অনাকাঙ্ক্ষিত দীর্ঘশ্বাসের কাল বসত,      
ভালোবাসার এক দেয়ালে অভিমানের ক্লান্তি,অন্য দেয়ালে ব্যবধানের হাহাকার
আমার জীবন আসবাব,তার ছোঁয়া হীন,যেন শূন্যতার আহাজারি আর বিদ্রূপ মাতম      
অনুপস্থিতির চারাগাছ আজ বেড়ে হয়েছে বট বৃক্ষ,অভিমানে উপস্থিতির সাধ নিরুদ্দেশ    
ইচ্ছামৃত্যুর আঘাত,আশাহীন অসন্তোষ হৃদয়কে দোল দেয় সৃতির আয়নায় নিয়ত    
আমি বসে রই ইচ্ছে নদীর ঘাটে,শেষ ইচ্ছেসুধার লোভে অস্ফুট সুখের লীন বাগানে  
ফুরিয়ে যাওয়ার আগে দেখা হবেই,সুখের সাগরে মন্থন হবে ভালোবাসার আরও একবার ।