জীবনের পাণ্ডুলিপি থেকে খুঁজে খুঁজে
তোমার জন্য এনেছি একশোটি সুখ
তবু তুমি সুখী নও ।  
আধার অবরুদ্ধ প্রাণ নাশের হুমকি উপেক্ষা করে
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম
অগণিত অমাবস্যার রাত  
তবু তুমি সুখী নও ?
শত পাষণ্ডের ঝঞ্ঝায় ভ্রমান্ধ স্বপ্নের ভ্রূকুটি
তবু গোপনে আমি গিলেছি নিপুণ দুঃখ
পারি দিয়েছি সময়ের বিপন্ন সেতু
তবু তুমি সুখী নও ।  
প্রেম প্রলোভনের বশীভূত সুরা পান করে
নিয়েছি আর্তি,বিলিয়েছি আপন ইচ্ছে,  
তোমার পায়ের ধুলোয় ছিল সকল আরতি
আমিই ছিলাম বিলাসী ফসল বীজ  
তবু তুমি সুখী নও ।
দুর্লভ প্রাণবায়ু তুচ্ছ করেও
বিভাজন করেছি বেচে থাকা
স্তিমিত সুখ যাপনের আশ তবু  
আজন্ম তুমি অসুখীই থেকে গেলে ।