আমি জীবিত কিনা আমি জানি না
দিনের আলোয় সারাদিন পুড়ে
মুখাঘ্নির  ভার নেয় রাত্রি ।
পাপিষ্ঠ ছাই হৃত হয় নতুন জন্মে
অলংকারিক যুদ্ধে সাজাই
প্রতিদিনের বেচে-থাকা,  
নিঃস্পৃহ জীবন দেয় অণু সাধ
শীতল হই জীবনের পরিত্যক্ত হিমে
নির্দ্বিধায় স্বীকার করে নেই দ্বন্দ্ব-মুখর
স্তব্ধতার উপযোগহীন পথ চলা ।
পুনর্বিন্যাসে সাজাই দিন রাত,এভাবেই  
আমি জীবিত কিনা আমি জানি না ।