সংসার বৈচিত্রতার মহা সংগ্রামে দিনে দিনে আমরা ডুবেছি যত
প্রচন্ড অনিচ্ছাতে এনেছি রিক্ত হাতে যোগ বিয়োগের নিষ্ঠুর ফলাফল  
প্রাপ্তির অতলান্তে সেই গতিহীন একই মহাশূন্যতার ক্লেশ বুকে,তবুও    
একটু নিস্তার নেই এমন বদ্ধ ধোঁয়াটে নেসার কুন্ডুলিতে ছুটে চলায়  
শতাব্দীর শেষ আর শুরু দেখে নিথর নিষ্কর্মা বসে রই একই ভাবে
অনিশ্চয়তার মহাসাগর তিরে শুধুই কুড়োই হাইড্রোজেন বিষ বোমা    
প্রতিহিংসা,বর্বরতা আর হিন্স্রতার আগ্নেয়গিরি সয়ে রয়ে গেছি যুগ যুগ
মনুষ্য উন্নতির উত্তাল সমুদ্র উপহার দিয়েছে গুপ্ত আর্তনাদের সুনামি
বাধ্যতার জীবনঘাতি ভাইরাস এভাবেই নিশ্চিহ্ন করেছে সবুজ মানবতা  
আজ শুধুই প্রজন্মকে দিয়ে যাবো রক্তাক্ত পশ্চিম-দিগন্ত,যেখানে ফলবে  
টেকনোলজির বর্বরোচিত প্রাণ ঘাতক হাজার বারুদগন্ধী ফুল রাশি রাশি  
সময়ের সাইকেলে প্যাডেল মেরে ক্লান্ত ভালোবাসা এখন তাই বলছে
কি প্রয়োজন আমার ? আমি বরং চলেই যাই আমার উৎপত্তি স্থলে
যেখানে আবার দেখা হবে অন্ন ভাবে অন্ন রকম হিসেব নিকেশ নিয়ে ।