আমার বুকের পাঁজরের দোয়ার খুলে রেখেছি
তুমি এসো তোমার চির জনমের বন্দী খাঁচা ভেঙ্গে
তোমার উপেক্ষার চাঁদ হাসুক স্বাধীন চিত্তের নীলে    
এ খানে আকাশ অনেক বড়,অনেক শাশ্বত,উদার  
বিষণ্ণ হাঁটুজলের খেলায় অপারগ তুমি সয়ে গিয়েছ  
গুমট বদ্ধ জলাশয় বাঁচেনা প্রাণ,বাঁচেনা ভালোবাসা  
অসহযোগ বাঁচার যুদ্ধ জমিনে অন্তত একবার ফুটুক
ক্ষণজন্মা ফুল,দিকে দিকে,শুধু একবার ।  
গজরে উঠুক নিহত শব্দের কান্নাগুলো,বিদ্রোহে,বিষণ্ণ ভুলে    
নির্লিপ্ত মেনে নেয়ার সকল জঞ্জালে জ্বলুক লেলিহান শিখা  
পুড়ে হোক ছাই, ছিন্ন হোক পায়ের কর্কশ শিকলগুলো    
দুর্লভ নয় বরং প্রমোদিত হোক তোমার বেচে থাকা এভাবেই
আমি পাঁজরের দোয়ার খুলে রেখেছি চিরতরে তোমাতে
তুমি এসো ।