ওগো বিজয়া এই বরষার শীতল ধারায় এসো এ মাটির দেহ ঘরে
রক্তের কণায় কণায় উঠুক কালবৈশাখীর মাতম আরও একবার  
আদরের স্বরলিপি লিখি মেঘ শীতল দুটি ঠোটের গোলাপে,  
পাওয়ার নিক্তিতে যেটুকু পাওয়ার আমি দুহাত ভরে নিবো তার
আকণ্ঠ পান করবো ভালোবাসা শিলা নুড়ি,পরম নিমগ্নতায়    
তোমার নয়ন তাপের বিকিরণে ভালোবাসা দেখুক শীতল প্রকৃতি
অবাধ সুখ অনলের আঁচে রিক্ত হবে এই মাটির জমিন,দ্বিধা-হীন    
কাছে এসো প্রিয়তমা,ঐশ্বর্য ঢেলে দাও এই প্রেমোময় ছায়াপথে  
আজ এই বরষার জলে ধুয়ে যাক দুজনার গ্লানি, দুজনার দুঃখটুকু
অপূর্ণতার ধুলো সরিয়ে স্বচ্ছ হোক আরও কিছু ধুসর  চাওয়া  
কল্পনার জোনাকি উড়ুক আলুথালু সন্ধ্যা প্রান্তে, মেঘ দিগন্তে  
বিলাসী আর বিদ্রোহী মেঘেদের গর্জনে মুখরিত ধরণী তল আজ
কাছে এসো অপরাজিতা আমার, আদরের বন্যায় আবার
অমর হই এই বরষার দিনে, এই চির সবুজ শীতলপাটির শয্যায় ।