একটু একটু করিয়া কখন যে তুমি এই হৃদয় মন্দিরে স্থান করিয়া লইয়াছ,
তাহা আমি জানিতেও পারি নাই!


যখনই হৃদয় মন্দিরে পূঁজা দিতে যাই,
ঠিক তখনই চোঁখে পড়িয়া যায় একখানি সাঁজানো পূঁজার অর্ঘ,
যাহা দেখিলেই উপলব্ধি করিতে পারি,
ইহা সাঁজানো হইয়াছে শুধুমাত্র কোন এক তপস্বীর চরণে ঢালিবার জন্য।


কিন্তু আমার লগনে এমন কোন ললণা নাই শুধুমাত্র তুমিহীণা,
যাহার বদনে এই পূঁজার ডালি ছিটানো যায়।


জানিনা তোমাকে আমি কতটুকুন বুঝাইতে পারিতেছি!
আসলে,
কিভাবে যে বুঝাইতে হইবে সেই ভাষা বা শব্দগুলি হয়তো,
আজও আমি শিখিয়া উঠিতে পারি নাই!


তবে এতখানি আমি জোর দিয়া বলিতে পারিব যে,
তোমাকে আমি সত্যিই ভীষণ ভালবাসিয়াছি সোঁনা,
বিন্দু বা কণা তুল্যও কমতি নাই।


স্রষ্টা তোমার আত্মাকে কি'যে যতন করিয়া সৃজন করিয়াছেন,
তাহা যদি তুমি এতটুকুনও উপলব্ধি করিতে পারিতে,
তাহলে হয়তো তুমি শুধু ওই স্রষ্টারই কৃতদাস হইয়া পড়িতে,
এই মানব কূলে আমি তোমার সান্নিধ্য পাইতাম না!!