জীবন নঁদের মাঝ প্রান্তে ভাসতে ভাসতে
কখন যে আমি আমার সীমান্ত রেখায় পৌঁছে গেছি,
কখন যে;
আমি আমার চলার পথ পেয়ে গেছি
তা আমি নিজেই জানতে পারিনি!


তাইতো আজ অজানা এক সুখের খোঁজে
হৃদয় তেপান্তরে ঝড় উঠেছে,
ছুটে যেতে ইচ্ছে করছে
তোর সাঁজানো তেপান্তরে।


বার বার ছুতে ইচ্ছে করছে তোর নাকের ডগা
স্পর্শ করতে ইচ্ছে করছে,
তোর হৃদয় অন্তরালে।


জানিস সোঁনা! যখন খুব একা থাকি
তখন খুব ইচ্ছে করে, তোর কাছে যাই,
মাথা রাখি তোর বুকে
কিছু সুখের স্বঁপ্ন দেখি!


অবশ্য মাঝে মাঝে কল্পলোকে
আমি তোর কাছে যাই,
স্পর্শ করি তোকে
হাত রাখি তোর বুকে
অনূভব করি তোর হৃৎপিন্ডের কাপন,
নাকের ডগা ডুবাই
তোর চুলের ভাঁজের নিচে
নিতে চাই তোর গায়ের গন্ধ।


তারপর দু'হাতে জড়িয়ে তোকে
যখন বুকের পাজড়ে মেশাই সোঁনা ,
তখন......................................!!