তুই যে প্রশ্নটা আজ করলি আমায়
কি জবাব দেবো তার,
প্রশ্নটা যে অনেক বড়
বিশাল এর গভীরতা।


বন্ধু বলেও ভাবতে পারছিনা তোকে
কারন;
বন্ধুত্ব এত অল্প সময়ে
কিংবা এক মূহুর্তে হয়না,
এক মূহুর্তে যা হয়
তা ভালবাসা।


এটাও তোকে বলতে পারবনা আমি
কারণ;
এতটা দুঃস্বাধ্য নেই আমার,
তাহলে কি বলবো তোকে?
বলতে পারিস?


তবে তোর সরলতা
আমার ভীষণ ভাল লাগে,
ভালো লাগে তোর চঞ্চলতা
ছেলেমানুষী;
ভীষণ ভালো লাগে!!


কি নাম দেব তার
ভালোলাগা নাকি অন্য কিছু,
কিংবা বলতে পারিস কি তুই নিজেই
কোথায় রাখবো তোরে?


কিন্তু আজ এতটুকু বুঝতে পারছি
তোর প্রতি অচেনা এক টান সৃষ্টি হয়েছে,
আত্মার একাংশে
তোর সরলতা আর ছেলেমানুষীগুলি বসত করে।


কিন্তু কেন?
কে তুই আমার?
বলতে পারিস কি তুই কি এর কারণ?